ফাতেমা শবনম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কৃষক সমিতির উপজেলা কমিটি গঠন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ত্রিশাল পৌরসভার হিন্দুপল্লীর গিরিজ ভবনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জাতীয় কৃষক সমিতির সদস্য ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ময়মনসিংহ জেলা শাখান সভাপতি কমরেড সুজিত বর্মন, নারী মুক্তি সংসদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কল্পনা রানী মোদক, ত্রিশাল সরকারী নজরুল কলেজের সাবেক অধ্যাপক কবি সাব্বির রেজা, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, সমাজসেবক ও শিক্ষক কবি রুহুল আমীন বাদল, বিডি২৪ক্রাইম এর সম্পাদক জাহাঙ্গীর আলম তপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালণা করনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড রাধা রোমন মোদক।
এ সময় ত্রিশাল উপজেলার কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply