নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের ফলপট্টি বিলপাড় ষ্টেশন রোড এলাকা হতে ২৪(চব্বিশ) টি আসনের টিকিট’সহ
একজন টিকিট কালোবাজারীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- কিশোরগঞ্জ রেলওয়ে
ষ্টেশনের টিকিট কালোবাজারী রোধ ও কালোবাজারীদের আইনের আওতায় আনার জন্য র্যাবের গোয়েন্দা নজরদারী ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কালো বাজারী চক্র কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রেলের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে।
উক্ত তথ্যের সত্যতা পাওয়ায় ১৭ আগস্ট
বেলা ১২.৫০ ঘটিকায় কিশোরগঞ্জ ( ফলপট্টি বিলপাড়) ষ্টেশন রোড এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত মোঃ সাইফুল ইসলাম (৪৫) কে আটক করে।
পরে তার নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রাম গামী ট্রেনের ২৪(চব্বিশ) টি আসনেরর
অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।
ব্লেকার মোঃ সাইফুল ইসলাম পূর্বতারাপাশার মৃত তৈয়ব আলীর ছেলে।
উল্লেখ্য যে, গত ২২ মার্চ ২০২১খ্রি. তারিখে উক্ত গ্রেফতারকৃত আসামীকে একই অপরাধে র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল আটক করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দেওয়া হয়েছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply