করিমগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অর্থ আত্মসাত মামলায় মামলায় জাফরাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান কে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
১৬ আগস্ট রাতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে করিমগঞ্জ থানার একটি চৌকস অভিযানিক দল মামলায় ওয়ারেন্টভুক্ত আব্দুল মান্নান কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) সকালে গ্রেফতার মান্নান কে আদালতে সোপর্দ করা হয়েছে।
ধৃত মান্নান এর আগেও বিভিন্ন অভিযোগে একাধিক বার জেল হাজতে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আব্দুল মান্নান জাফরাবাদ ইউনিয়নের পূর্ব জাফরাবাদ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
তিনি জাফরাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির ১ নং ওয়ার্ড কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
জানাযায়, একটি বেসরকারি সংস্থার দায়ের করা অর্থ আত্মসাত সংক্রান্ত মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।
গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply