আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে কেওয়া মানবিক ও আধুনিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রউফ সাহেবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় কেওয়া মানবিক ও আধুনিক সমাজের বর্তমান সভাপতি বেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের শতাধিক মানুষের জন্য ঘনভোজের আয়োজন করা হয়।
ঘনভোজের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়,মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া।

এসময় একান্ত সাক্ষাৎকারে শ্রীপুর উপজেলার পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রউফ বলেন আমি কেওয়া মানবিক ও আধুনিক সমাজ প্রতিষ্ঠা করি এবং এটি প্রতিষ্ঠা করার পর থেকে এই সংগঠন মানবিক ও আধুনিক সমাজ গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে,আজ জাতীয় শোক দিবস উপলক্ষে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের জন্য একটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category