নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার
সকালে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষে প্রত্যুষে পাঠাগারের কাযার্লয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। পরে “বঙ্গবন্ধুর হত্যাকান্ডে কিশোরগঞ্জে প্রথম প্রতিবাদ” শীর্ষক আলোচনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী ও কারাগারের
রোজনামচা বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হক সাদী, সহ সভাপতি এনামুল হক বাবুল, সহ সাধারণ সম্পাদক শিল্পী
নিরব রিপন প্রমুখ।
এছাড়াও যুব উন্নয়ন পরিষদ ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্নার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগণসমূহের দায়িত্বশীলগণ ও গনণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply