শফিকুল শফিক নিকলী : কিশোরগঞ্জের নিকলী হাওরের বেরী বাঁধে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
ঈদের আনন্দ ও হাওরের সৌন্দর্য উপভোগ করতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নিকলী বেরী বাঁধে নামে মানুষের ঢল।
হাওরের প্রকৃতি অপরুপ সুন্দর্য দেখতে বিভিন্ন অঞ্চল হতে আসা মানুষের ঢলে নিকলী বেরী বাঁধের পানিতে গোসল করতে নেমে স্রোতের মধ্যে তলিয়ে যায় নরসিংদীর শিবপুর হতে আসা শাহাদাৎ হোসাইন রাজীব(২৬)।
নিহত মো. রাজীব পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিমারবা গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বেড়িবাঁধ এলাকায় রাজীব ও তার ৬ বন্ধু তিনটি মোটরসাইকেল করে ঈদের আনন্দ উপভোগ করতে নিকলী বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসেন।
পরে নৌকা নিয়ে হাওরে ঘুরতে বের হন। গোসলের জন্য পানিতে নামার পর রাজীব স্রোতের টানে ভেসে যান।
সাঁতার না জানা থাকায় এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন হাওরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply