আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‍্যাবের অভিযানে কটিয়াদীতে ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল’সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও র‍্যাবের গোয়েন্দা নজরদারীতে ২০ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় র‌্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কটিয়াদী থানাধীন আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যাবহৃত দুইটি মোবাইল’সহ দুই জন মাদক ব্যবসায়ী মোঃ স্বাধীন(২৮) ও মোঃ রফিক(৩৫)কে
আটক করে।

মাদক ব্যবসায়ী মোঃ স্বাধীন বাজিতপুর উপজেলার পাটুলি দিঘির পাড়, সাহপুর চেঙ্গাহাটি গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে ও মোঃ রফিক কটিয়াদী লাংটিয়া গ্রামের মৃত ইনুছ আলীর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতেও তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায়
মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category