নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন চারআনীপাড়া এলাকা হতে ১৩ কেজি ৭শ’ গ্রাম গাঁজা ও মাদক বব্যবসায় ব্যাবহৃত ২(দুই)টি মোবাইল’সহ ২(দুই)
জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও র্যাবের গোয়েন্দা নজরদারীতে ১৬ জুলাই শুক্রবার সকাল সাড়ে আটটায় র্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নান্দাইল থানাধীন
চারআনীপাড়ায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৭শ’ গ্রাম গাঁজা ও মাদক বব্যবসায় ব্যাবহৃত ২(দুই)টি মোবাইল’সহ মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন(২৮) ও মোঃ রোহান(২২) আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন পিতা মৃত আঃ রহমান ও মোঃ রোহান পিতা মোঃ মাসুদ
মিয়া।
মাদক ব্যবসায়ী দু’জন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শান্তিনগর ও কালিপুর গ্রামের বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতেও তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায়
মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply