আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায়দের মাঝে তৈরি খাবার ও মাস্ক বিতরণে নরসিংদী সদর উপজেলা যুবলীগ

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী)  ঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে করোনার এই মহাসংকটে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছে নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগ।
সামাজিক দূরত্ব বজায় রেখেই সোমবার ১২ জুলাই বেলা সাড়ে ১২ টায় ঢাকা সিলেট মহা সড়কের মাধবদী বাসস্ট্যান্ডে প্রায় ১২’শতাধিক স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়। এসময় নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু’র সঞ্চালনায় নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন কমিশনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং মাধবদী পৌর মেয়র হাজ্বী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন দির্ঘ দুইটি বছর যাবৎ করোনা ভাইরাস ব্যাপকভাবে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত নয়। মানুষের জীবন রক্ষার্থে সরকার লকডাউন দিয়ে আসছে। এই লকডাউনে যেন কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষ খাদ্য কষ্টে না ভোগে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আজ নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগ মাধবদী বাসস্ট্যান্ডে রান্না করা খাবার ও মাস্ক নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, শুধু যুবলীগই নয় আমি মাধবদী পৌর মেয়র হিসেবে আগামী কাল থেকে ঈদুল আযাহার আগে পর্যন্ত প্রতিদিন পৌরসভার সামনে দুপুরে গরীব ও দুস্থদের মাঝে বিরিয়ানরি প্যাকেট বিতরন করবো। এছাড়াও করোনাকালীন এ সময়ে মাধবদী পৌরবাসীসহ সহ যে কোন গরীব অনাহারী মানুষ আমার মোবাইল নাম্বারে ফোন দিলেই খাবার পৌছে দেয়া হবে এবং তা থাকবে গোপন। পরে নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন কমিশনার বলেন, “রাজনীতির মূল কথা মানব সেবা” বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে করোনায় বিপর্যস্ত অসহায় ও দুস্থদের পাশে দাড়াতে পেরে এমন একটি মহৎ কাজে নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগ অংশ গ্রহন করতে পেরেছে ভেবে নিজেকে আজ বড় বেশী গর্বিত বোধ করছি। করোনা মহামারীর এসময় আমি গরীবদের পাশে ছিলাম এবং আজকে আবারো বলছি ঈদুল আযাহার আগেই আমি ব্যক্তিগত ভাবে আরো ৫’শতাধিক অসাহায় দুস্থদের ৫ কেজি চালু সহ নিত্যপন্য খাদ্যদ্রব্য বিতরন করবো। এবং আগামীকাল মঙ্গলবার শেখেরচর বাবুরহাট বাসস্ট্যান্ডে এবং বুধবার কান্দাইল বাসস্ট্যন্ডে আরো দেড় দুই হাজার গরিব দুস্থ মানুষের জন্য রান্না করা খাবার ও মাস্ক বিতরন করা হবে। অতিথিদের বক্তবের মাঝে সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু তার জ্বালাময়ী বক্তবে বলেন, আমরা নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগ বরাবরই অসহায় দুস্থ মানুষদের পাশে ছিলাম এবং থাকবো। আমাদের কাজ দেখে কারো হিংসা হতে পারে তাতে আমাদের কিছু যায় আসে না। তবে কাজ করতে গেলে কারো ভালো লাগবে, আবার কারো চক্ষুশূল হয়ে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। তাই বলে আমারা যুবলীগ কখনো পিছ পা হবোনা। এসময় ১২’শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন- নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম শফর আলী’র ছেলে মনির হোসেন, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, সাধারণ সম্পাদক হাজ্বী ইলিয়াস, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ, সবুজ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক এস এম লতিফ, একরাম হোসেন বাবু, মোঃ ইয়াকুব মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম আজাদ, ত্রাণ সম্পাদক আরিফুল ইসলাম ওবায়দুর, সমাজ কল্যান সম্পাদক জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নাজমুল হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক গিয়াস উদ্দিন, মহিলা সম্পাদিকা ইয়াসমীন বেগম, নুর হুমাইরা পিংকি, সহ সম্পাদক ফকরুল সরকার, আল আমিন, হারুনুর অর রশিদ মোল্লা, মাহফুজুর রহমান রাতুল, দীন মোহাম্মদ দিলু, মোঃ আল আমিন সাংবাদিক, নজরুল ইসলাম সাংবাদিক, মটোর শ্রমীক লীগের সভাপতি ইকবাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা।
#
মোঃ আল আমিন
মাধবদী,নরসিংদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category