নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক পৃথক অভিযানে (১২৫০+১০০) তের’শ পঞ্চাশ পিস ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও র্যাবের গোয়েন্দা নজরদারীতে প্রথমে বৃহস্প্রতিবার দিবাগত রাত ৩ টায় অর্থাৎ শুক্রবার (৯ জুলাই) র্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম পাকুন্দিয়া উপজেলার চরঢেকি এলাকা হতে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ১(এক)টি মোবাইল’সহ মাদক ব্যবসায়ী মোঃ সাত্তার(৩৫)কে আটক করে।
পরে আবার বেলা অনুমান দুপুর ১২.০০ ঘটিকায় চরদেওকান্দি এলাকা হতে ১২৫০(এক হাজার দুইশত পঞ্চাশ)
পিস ইয়াবা ট্যাবলেট, ১(এক)টি মোবাইল ও নকদ ৭০০(সাতশত) টাকা’সহ মোঃ কায়েস(৩৩) কে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ সাত্তার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরঢেকি গ্রামের মোঃ দুলাল মিয়ার পুত্র এবং
মোঃ কায়েস কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গেরগাঁও গ্রামের
মৃত আমির উদ্দিনের পুত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply