আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠোর লকডাউনেও মাধবদীতে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো দু’যুবকের প্রাণ 

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী)  ঃ কঠোর লকডাউনের মাঝেও সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো দু’যুবকের তাজা প্রাণ। করোনা প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছে সরকার। বলা হয়েছে বিনা কারণে কেউ ঘর থেকে বের হতে পারবে না। কিন্তু এতো কঠোর লকডাউন উপেক্ষা করে মানুষ সড়কে চলাচল করার ফলে ঘটছে মারাতœক সড়ক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে গতকাল ২ জুলাই শুক্রবার দুুপুর পৌনে একটায় নরসিংদী জেলার মাধবদী থানার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি কভার্ড ভ্যানের চাপায় অটো রিক্সার দু’জনের প্রাণ যায় সড়কে।
শুক্রবার দুপুরে কান্দাইল বাসস্ট্যান্ডে একটি কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ ঘটনাস্থলেই নিহত হয় দু’জন। নিহতরা হলেন অটোরিক্সার চালক কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে সাব্বির হোসেন(২০) ও কিশোরগঞ্জের বাজিতপুরের নূরুল ইসলামের ছেলে নেক্সট স্পেসেস লিমিটেড কোম্পানীর অপারেটর ফারিকুল ইসলাম(২১)। এ তথ্য নিশ্চিত করেন ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার। মাধবদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কভার্ড ভ্যান ঢাকা সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ড এসে নিয়ন্ত্র হারিয়ে ফেলেন এসময় কভার্ড ভ্যানটি মাধবদীর দিকে চলাচলরত একটি অটোরিকশার ওপর উল্টে আচড়ে পড়েন মুহুর্তের মধ্যে অটোরিক্সাটি ধুমড়ে মচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিক্সার চালক সাব্বির হোসেন ও রিকশা আরোহী ফারিকুল ইসলাম নিহত হয়। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস ও মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দু’টি উদ্ধার করে সুরতহার রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category