নিজস্ব প্রতিনিধি : শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২০-২১ এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতা।
২৪ জুন বিকেলে ঢাকা মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।
ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের সহকারি পরিচালক মো: তারিকউজ্জামান, মো: আখতারুজ্জামান এবং ঢাকা
বিভাগের জেলা ক্রীড়া অফিসারগণ।
উদ্বোধনী খেলায় শুভ সূচনা করেছে কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ জেলা। বালক বিভাগে মুন্সিগঞ্জ জেলার বিপক্ষে ম্যাচের পাঁচ মিনিটেই দুই গোলে পিছিয়ে যায় কিশোরগঞ্জ জেলা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুই গোল দিয়ে সমতায় ফেরে কিশোরগঞ্জ জেলার ছেলেরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ গোলে
জয় নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা। এদিকে বালিকা বিভাগে সহজ জয় পেয়েছে মানিকগঞ্জ জেলা। গাজিপুর জেলাকে ৩-০
গোলে হরিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।
টুর্নামেন্টে ঢাকা বিভাগের ১৩টি জেলা এবং ঢাকা সিটি কর্পোরেশন সহ ১৪ টি বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে।
Leave a Reply