ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারের ধাক্কায় সুরুজ আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।
জানা যায়, বুধবার সকালে ৯টার সময় বাড়ি থেকে রাগামারা বাজারে যাওয়ার পথে বাগান মধ্যপাড়া নামক স্থানে ঢাকা গামী অজ্ঞাত প্রাইভেটকার পিছন দিক থেকে সুরুজ আলীকে ধাক্কা দেয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুরুজ আলী কোনাবাড়ী নদীরপাড় গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply