নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন নানশ্রী ব্লাড ডোনারস সোসাইটি কর্তৃক মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত শনিবার নানশ্রী বাজারের মঞ্জু মার্কেট চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলায় এ সম্মাননা পদকটি দেওয়া হয়েছে। সম্মাননা অনুষ্ঠানের অতিথিদের কাছ থেকে ক্রেষ্টটি গ্রহণ করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা
আমিনুল হক সাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল মোঃ গাউস। বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সড়ক ভবন
জামে সজিদের ইমাম মাও.ওয়ালী উল্লাহ, সংগঠনের সভাপতি সাকিব আল হাসান,
সাধারণ সম্পাদক মোঃ কাউসার, উপদেষ্টা নুরে আলম, সমাজসেবক হুমায়ুন কবীর,
সেবা বিডির চেয়ারম্যান জুবায়ের ইবনে সাঈদ মানিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ। পরে স্বেচ্ছাসেবী হিসেবে অবদান রাখায় কিশোরগঞ্জ সদর উপজেলাধীন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারসহ জেলার বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত ২০১১ সালে ‘মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার’টি প্রতিষ্ঠার পর বিভিন্ন কার্যক্রমে জেলায় প্রশংসিত হয়েছে। পাঠাগারের উদ্যোগে বই পাঠ প্রতিযোগিতা, রচনা লিখাসহ বিভিন্ন দিবস পালন করে আসছে।
প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। পাঠকদের জন্য প্রতিদিন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং বিভিন্ন ম্যাগাজিন রাখা হয়। এ পাঠাগারের উদ্যোগে জেলার শতাধিক পাঠাগারের ইতিহাস নিয়ে ‘কিশোরগঞ্জের
গ্রন্থাগার ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের ইতিহাস’ একটি বই প্রকাশিত হয়েছে। পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী জেলা সরকারী গণগ্রন্থাগারসহ বেসরকারী গ্রন্থাগার উন্নয়নেও গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। জেলা সরকারী গণগ্রন্থাগারের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতি বছরই তিনি কোনো না কোনো সনদ ও পুরষ্কার অর্জন করে থাকেন। ২০২০ সালে জাতীয় গ্রন্থাগার দিবসে এ পাঠাগারকে শ্রেষ্ঠত্বের সম্মাননা পদক দেওয়া হয়।
Leave a Reply