নিজস্ব প্রতিনিধি : অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে কিশোরগঞ্জ পৌরসভা এবং করিমগঞ্জ উপজেলার বালক এবং বালিকা উভয় বিভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বালক এবং বালিকাদের আটটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালকদের বিভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছে হোসেনপুর, করিমগঞ্জ, ভৈরব এবং কিশোরগঞ্জ পৌরসভা। দিনের প্রথম ম্যাচে কটিয়াদী উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে হোসেনপুর উপজেলা। দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জ সদর উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। গোলশুন্য ড্র থাকা আরেক ম্যাচে অষ্টগ্রাম উপজেলাকে টাইব্রেকে ২-১ গোলে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা। দিনের শেষ ম্যাচও গড়ায় টাইব্রেকে। বাজিতপুর উপজেলার বিপক্ষে ১-১ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকে ৩-২ গোলে জয় পায় ভৈরব। আগামীকাল বিকেলে ছেলেদের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কিশোরগঞ্জ পৌরসভা-হোসেনপুর এবং দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে করিমগঞ্জ- ভৈরব।
একই মাঠে মেয়েদের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে হোসেনপুর উপজেলার বিপক্ষে জয় পায় কটিয়াদী উপজেলা। দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জ সদর উপজেলাকে টাইব্রেকে ২-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনালে অষ্টগ্রাম উপজেলার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে করিমগঞ্জ উপজেলা। দিনের শেষ ম্যাচে পাকুন্দিয়া উপজেলাকে টাইব্রেকে ৩-০ গোলে হারিয়েছে বাজিতপুর উপজেলা। আগামীকাল সকালে প্রথম সেমিফাইনালে কিশোরগঞ্জ পৌরসভার বিপক্ষে মাঠে নামবে কটিয়াদী উপজেলা। আরেক ম্যাচে করিমগঞ্জ উপজেলার প্রতিপক্ষ বাজিতপুর উপজেলা।
Leave a Reply