মাহমুদুল হাসান : বৈশ্বিক মহামারী করোনার চলমান পরিস্থিতিতে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে
পবিত্র রমজানের রহমত, মাগফিরাত আর নাজাতের দিনে কিশোরগঞ্জের সুবিধা বঞ্চিতদের মাঝে দুই টাকার ইফতারে প্রসংশিত তারা।
দেখাযায়, রমজানের প্রতিদিন কিশোরগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে “কিশোরগঞ্জ ভলান্টিয়ারস নামের একটি সামাজিক সেবামূলক সংগঠন দুই টাকায় ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তাদের এই প্রসংশনীয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম,উবায়দা প্রোডাকশন, ফুড ত্বয়াম ও গ্রাফিকি ক্রিয়েটিভ এজেন্সি।
তাদের এই কার্যক্রম আরো প্রশারিত করতে সার্বিকভাবে সহযোগিতা করতে পারেন আপনিও।
01911-562254
নগদ পার্সোনাল।
Leave a Reply