নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা বাজার এলাকা হতে ২৯০(দুইশত নব্বই) পিস ইয়াবা
ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল সেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড
দমনের লক্ষ্যে ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযানে ও গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে
কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল
২৬ এপ্রিল বিকাল অনুমান ৫.০০ ঘটিকায় নিকলীর কারপাশা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯০(দুইশত নব্বই) পিস ইয়াবা
ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল সেট’সহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান(২৮)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান কারপাশা শান্তিপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply