নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুৎ সমিতি লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার খিলপাড়া নতুন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামতের জন্য এই এলাকায় বিদ্যুতের একটি খুঁটিতে ওঠেন শফিকুলসহ আরেকজন।
মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দু’জনই। কিন্তু এতে মৃত অবস্থায় খুঁটির সঙ্গে ঝুলে থাকেন শফিকুল। শফিকুল কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আরেক বিদ্যুৎকর্মীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
Leave a Reply