নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আমলীতলা বাজার এলাকা হতে একশত পঁচাশি পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল এবং নগদ দুই হাজার টাকা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড
দমনের লক্ষ্যে ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযানে ও গোপন সংবাদের
ভিত্তিতে ২৩ মার্চ বেলা অনুমান ৪.০০ ঘটিকায় করিমগঞ্জের আমলীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একশত পঁচাশি পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল এবং নগদ দুই হাজার টাকা’সহ মাদক ব্যবসায়ী মোঃ সুজাত মিয়া (৩৪)কে আটক করেছে র্যাব।
মাদক ব্যবসায়ী মোঃ সুজাত মিয়া উক্ত উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাংপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় করিমগঞ্জ
থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply