নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের ইসলামীয়া সুপার মার্কেটের ২য় তলায় আলামিন টেলিকম নামক দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
কিশোরগঞ্জ ক্যাম্প সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান এর নেতৃত্বে ১৮ মার্চ বেলা অনুমান ১২.০০ ঘটিকায়
কিশোরগঞ্জ জেলা শহরের ইসলামীয়া সুপার মার্কেটের ২য় তলায় আলামিন টেলিকম নামক দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত মোঃ আলআমিন(৩০) ও নুরমোহাম্মদ হৃতিক (১৯) নামে দুই জনকে গ্রেফতার করে।
পরে আটক কৃতদের হেফাজত হতে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ইসলামীয়া সুপার মার্কেট এর ২য় তলায় আলামিন টেলিকম নামক কম্পিউটার দোকান থেকে অবৈধভাবে সার্ভারের নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে পনোর্গ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply