নিজস্ব প্রতিনিধিঃ ‘মুজিববর্ষের শপথ করি,প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ও ক্যাবের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মস্তোফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, সিভিল
সার্জন ডাঃ মুজিবুর রহমান, কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু,
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলিকিছ বেগম, সমাজসেবক বাদল রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসাইন রনি, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা প্রমুখ।
এছাড়াও কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য ট্রাক শো জেলা
প্রশাসকের কার্যালয় থেকে উদ্বোধন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ীনেতাগণ, ক্যাবের লোকজনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply