নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার শিল্পকলা একাডেমী এলাকা হতে পাঁচ কেজি গাঁজা ও একটি মোবাইল সেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড
দমনের লক্ষ্যে ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযানে ও গোপন সংবাদের
ভিত্তিতে ১৩ মার্চ শনিবার বেলা অনুমান ১৭.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার শিল্পকলা একাডেমী এলাকায় কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা ও একটি মোবাইল সেট’সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (৩৩)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মৃত হাজী দুদু সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply