নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইলে রাউতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়েছে। গোল্ডেন এজ স্পোর্টিং এসোসিয়েশনের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৩ টায় তাড়াইল রাউতি বাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক কেন্দ্রিয় উপকমিটির সদস্য মো. আমিরুল ইসলাম খান বাবলু।
খেলার শুরুতে প্রধান অতিথিকে সাথে শান্তির পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এবি ফ্যাশন মেকারের প্রতিষ্ঠাতা সানাউল হক বাবলু, তাড়াইল উপজেলার ভাইস চেয়াম্যান মো. নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, আয়োজক কমিটির সদস্য বিপুল মেহিদী, মো. শেকুল, রবিউল হাসান রবিসহ আরো অনেকে।
ফাইনাল খেলায় বড়াইল খলাপাড়া টাইগার্স বনাম আকুবপুর শততরার স্পোর্টিং ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো টানটান উত্তেজনা। এ খেলা দেখতে দুরদুরান্ত থেকে নানা বয়সী মানুষ এসে জড়ো হয়। দর্শকের হইহুল্লোড়ে মুখরিত হয়ে উঠে মাঠপ্রাঙ্গন। ৬০ মিনিটের লড়াই শেষে ৪-৩ গোলের ব্যবধানে আকবপুর শততারা স্পোর্টিং ক্লাব দলটি বিজয়ী হয়।
Leave a Reply