নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার সল্প মারিয়া এলাকা হতে ৫৯০ (পাঁচশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি
প্রাইভেট কার এবং ১টি মোবাইল’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে
ও র্যাবের গোয়েন্দা নজরদারীতে নিশ্চিত হয়ে ৬ মার্চ রাত অনুমান সাড়েনয়টায় কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সল্প মারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ (পাঁচশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি প্রাইভেট কার এবং ১টি মোবাইল’সহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুলু মিয়া (৪০)কে আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ বাবুলু মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধলাপাতা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply