নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার নিকলীতে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) লে. কমান্ডার এম. শোভন খান জানান – গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে সোমবার (১ মার্চ) রাত দশটার দিকে উপজেলার গোড়াদীঘি এলাকা থেকে তাকে ২০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. করতুজ আলী (২৫) নিকলী উপজেলার গোড়াদীঘি এলাকার মৃত আলফাজ আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনা বেচা করে আসছে বলে স্বীকার করে।
এ ব্যাপারে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply