নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের জাহাঙ্গীর মোড়স্থ মা মোবাইল সার্ভিসিং এবং BST টেলিকম কম্পিউটার দোকান থেকে
পর্নোগ্রাফি ব্যবসায় যুক্ত দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সোয়া একটায়
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা শহরের জাহাঙ্গীর মোড়স্থ মা মোবাইল সার্ভিসিং এবং BST টেলিকম কম্পিউটার দোকান থেকে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত
কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম সহ পর্নোগ্রাফি ব্যবসায় যুক্ত দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃত আসামী পাখিল চন্দ্র পাল (৪৩), পিতা- মৃত শ্রী মনমোহন পাল ও স্বাধীন চন্দ্র দে (১৯), পিতা- ম্রত অখিল চন্দ্র দে, উভয় সাং-শহরের বত্রিশ নতুন পল্লী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে
দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন জাহাঙ্গীর মোড়স্থ মা মোবাইল সার্ভিসিং এবং BST টেলিকম নামক কম্পিউটার দোকান হতে অবৈধভাবে সার্ভারের LAN নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস
ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পনোর্গ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং
সরবরাহ করে আসছিল বলে স্বীকার করায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply