নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে পল্লী চিকিৎসকদের নিয়ে প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রুরাল মেডিক্যাল এসোসিয়েশন (আর এম এ) এর আয়োজনে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে সকাল ১০ টা হতে দিনব্যাপী উক্ত প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক সেমিনার অনুৃষ্টিত হয়।
চক্ষু চিকিৎসা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে পল্লী চিকিৎসকদের প্রাথমিক চক্ষু বিষয়ের উপর বিশদ আলোচনা ও প্রাথমিক চিকিৎসার বর্ণনা করেন ঢাকা হতে আগত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা: মো: আবিদ আকবর।
এতে ভিডিও চিত্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবার ধারণা প্রদান করেন মো: ইব্রাহিম খলিল।
সেমিনারে ‘রুরাল মেডিক্যাল এসোসিয়েশন’ (আর এম এ)’র সভাপতি সেলিম জাবেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শফিক কবির।
মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালামত উল্লাহ, কোষাধ্যক্ষ মো সেলিম মাহবুব প্রমূখ।
সেমিনার শেষে আগত শতাধিক পল্লী চিকিৎসকদের সনদ প্রদান করা হয়।
Leave a Reply