আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পিআইবির তিনদিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিনিধিঃ প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)র উদ্যোগে কিশোরগঞ্জে সাংবাদিকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণশেষে সনদ প্রদান করা হয়েছে। শুক্রবার (১২
ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ জিল্লুর রহমান।
পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি প্রশিক্ষনের সম্বয়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন,কিশোরগঞ্জ প্রেসক্লাবের
সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি। পিআইবর প্রশিক্ষনপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক আ. কাদির, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব প্রমুখ।
পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী জানান, দুটি ভেন্যুতে (১০-১২ ফেব্রুয়ারি) ৭০ জন সাংবাদিক অংশ নিয়েছিলেন। এর আগে আরও দুটি ভেন্যুতে ৭০ জন সাংবাদিক
অংশ নেন। জেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদী একটি প্রশিক্ষণ কিশোরগঞ্জ সার্কিট হাউজে। আরেকটি
প্রশিক্ষণ সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে এবং জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
এসব প্রশিক্ষণে জেলার কর্মরত ১৪০ জন সাংবাদিক অংশ নেন।
তাদের প্রত্যেককে প্রশিক্ষণশেষে পিআইবির সনদ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category