আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে গ্রন্থাগার উদ্বোধন ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের উদ্যোগে আলোচনাসভা, নতুন ঘর উদ্বোধন ও প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। “মুজিববর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের নীলগঞ্জ রোডের গয়ালাপাড়ায় অবস্থিত পাঠাগারের প্রাঙ্গনে
গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আলী। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের দেশ পত্রিকার সম্পাদক কাজী শাহীন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য
মোঃ সাজ্জাদুল ইসলাম, আইয়ুব বিন হায়দার গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আইয়ুব বিন হায়দার, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন ভুঁইয়া, সুরাটী আলিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও.আ.কদ্দুছ, বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোঃ
আজিজুর রহমান, জাহাঙ্গীরপুর আলিম মাদরাসার প্রভাষক আবুল হাশেম, কিশোরগঞ্জ আইডিয়েল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, সমাজসেবক খুরশিদ আলম ওয়াশি,
বিএডিসির সাবেক প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দে, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার কামরুল ইসলাম হেলাল, কিশোরগঞ্জ মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি হাবিবুর রহমান চাঁনমিয়া, কিশোরগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক ফজলুল কবীর।
জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের আহবায়ক রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। অন্যন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সমাজকর্মী মাসুম বিল্লাহ, ইউপি সদস্য কামাল উদ্দিন, পেট্রোবাংলার সাবেক
জিএম সঞ্জিত কুমার নাহা, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি এম এ হালিম তালুকদার, বাংলাদেশ কন্ঠের জেলা
প্রতিনিধি শফিক কবীর, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফারুকুজ্জামান, শামসুজ্জামান খান পাঠাগারের প্রতিষ্ঠাতা শামসুজ্জামান, জ্ঞানতীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি আলমগীর অলিক, পাঠাগারের স্থান
দাতা মোঃ নুরুল হক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, দৈনিক আমার বাতার্র জেলা
প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক আমার বাংলাদেশের নিউজরুম এডিটর মোঃ মনির হোসেন, সাবেক মেম্বার আবুল
কাশেম, শাহ মোঃ কাজল, সমাজ কর্মী জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, ফিরোজ শাই প্রমুখ।
পরে অতিথিবৃন্দ পাঠাগারের নতুন ঘরের শুভ উদ্বোধন করেন এবং পাঠাগারের উদ্যোগে কিশোরগঞ্জের গ্রন্থাগার ও মহিনন্দ
ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের ইতিহাস নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
প্রসঙ্গত ২০১১ সালে পাঠাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রামীন জনপদে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। পাঠাগারটির
কার্যক্রমে সন্তোষজনক হওয়ায় জেলা সরকারী গণগ্রন্থাগারের শ্রেষ্ঠ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category