আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে এতিমদের মাঝে কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন এমপি লিপি

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে হতদরিদ্র ও এতিমদের মাঝে তিন হাজার কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ -১( কিশোরগঞ্জ হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে নাফিসা নজরুল ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের রক্ত শহীদের রক্ত, এ রক্ত কখনও কারও সাথে বেঈমানি করে না। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আলী, লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ আহমেদ খান, মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ তারু, সাধারণ সম্পাদক আঃ আউয়াল খোকন, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনছুর আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বজলুর রহমান, মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান হলুদ প্রমুখ।

পরে অতিথিবৃন্দ হতদরিদ্র ও এতিমদের মাঝে তিন হাজার কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category