আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সাড়ে তিন’শ ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের
পুলেরঘাট এলাকা হতে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল সেটসহ দুই জন মাদক
ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ও র‍্যাবের গোয়েন্দা নজরদারীতে অদ্য ৩ ফেব্রুয়ারি বুধবার বেলা অনুমান ২.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা সদরের পুলেরঘাট এলাকায় কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল সেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

মাদক ব্যবসায়ী সুনা মিয়া(৪৫), পিতা-আব্দুল আজিজ, সাং-হাড়িয়াখালী, ছাবরান(৩নং
ওয়ার্ড), থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার ও মোঃ দয়াল(২৭), পিতা-মোঃ ইসহাক বেপারী, সাং-চৌদ্দশত নওয়াপাড়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category