নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ার চর এলাকা থেকে জুয়া খেলার নগদ ১৬ হাজার টাকা ও ২ বান্ডিল তাসসহ ৮ জন জুয়ারীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় জুয়া খেলা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস নিয়োমিত অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারে যে, মারিয়া
ইউনিয়নের মধ্য কাতিয়ার চরে কতিপয়
লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে।
পরে র্যাবের গোয়েন্দা নজরদারীতে সত্যতা পাওয়ায় ২৪ জানুয়ারি রবিবার রাত ২১.৩০টায় মধ্য কাতিয়ার চরে অভিযান চালিয়ে সেলিম মিয়ার চায়ের দোকানের পেছনের কক্ষ হতে জুয়ারী মোঃ শহিদ মিয়া(৫৫) পিতা-গিয়াস উদ্দিন, মোঃ
শিপন(৩৫) পিতা-আদির উদ্দিন, মোঃ খোকন মিয়া(৩৫) পিতা-মৃত শাহাব উদ্দিন, মোঃ
সিদ্দিক মিয়া(৫৫) পিতা- মৃত ওসমান আলী, মোঃ মুনাফ মিয়া(৩০) পিতা-হেলাল উদ্দিন,
দুলাল মিয়া (৬০) পিতা-মৃত আব্দুল খালেক, মোঃ হুমায়ুন কবীর(৩৫) পিতা-মোঃ শাফির
উদ্দিন সর্বসাং-মধ্য কাতিয়ার চর ও মোঃ মফিজ কারার(৫২) পিতা-শহর আলী সাং-বুরাঙ্গারচর, সর্ব ইউপি-মারিয়া থানা ও জেলা-কিশোরগঞ্জ। তাদেরকে জুয়া খেলার নগদ ১৬ হাজার টাকা ও ২ বান্ডিল তাসসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন
যাবৎ তারা এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করায় ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
Leave a Reply