নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৩২ তম সাধারণ সভা ২০২১ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি (শনিবার) জেলা শহরের অতিথি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম মোস্তফা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাজাহান।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ মুজিবুর রহমান বেলাল এর সভাপতিত্বে ও পরিচালক এনায়েত করিম অমির সঞ্চালনায় বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল আহমেদ চৌধুরী অপু, পরিচালক শেখ মাহফুজুর রহমান সোয়েব, পরিচালক খলিলুজ জামান, পরিচালক মোঃ বোরহান উদ্দিন, সাবেক সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ।
সাধারণ সভায় বিগত ২০১৯ – ২০২০ সালের কার্যবিবরণী পাঠ, বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট পেশ ও অনুমোদন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ, নতুন বাজেট প্রস্তাব সহ খুঁটিনাটি সকল কিছু পাঠ করেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলাল।
আমন্ত্রিত অতিথি ও চেম্বারে অবদান রাখায় সাবেক ও বর্তমান সদস্যদেরকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সকল সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩২ তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি টানা হয়।
Leave a Reply