নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের ট্রাফিকিং ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম স্থান পুরাতন থানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে পুরাতন থানামোড় ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে উপকৃত হবেন শহরে চলাচলকারী সর্বসাধারণ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর একেএম ইয়াকুব’সহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যগণ।
Leave a Reply