নিজস্ব প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় সম-সুযোগ প্রত্যাশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে কিশোরগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীকিশোরগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে জেলা সদরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়া।
সোমবার ( ১১ জানুয়ারি) দুপুরে শহরের স্টেশন রোডস্থ সদর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ভিপি ও জাতীয় ক্রীড়াবিদ হাজী মো. ইসরাইল মিয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবী করে বলেন, আগামী ১৬ জানুয়ারি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে সুন্দর পরিবেশে নির্বিগ্নে ভোটারগণ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সে দাবী জানান। সেই সংঙ্গে নির্বাচনী আচরণবিধির বেলায় প্রচার-প্রচারণায় সমান সুযোগ-সুবিধা প্রদানে প্রশাসনের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন।
সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে তাকে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন তিনি এ মতবিনিময় সভায়।
মতবিনিময় সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ১ম যুগ্ন সম্পাদক সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আশফাক, সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।
Leave a Reply