রিফাত ইসলাম : কিশোরগঞ্জের যশোদলে মাদরাসুল বানাত ও দারুল আমিন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসার প্রাঙণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কিশোরগঞ্জ বড় বাজার জামিয়া ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিছ শায়েখ হেলাল উদ্দিন কাসেমীর সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার উচ্চতর হাদিস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক হযরত মাওলানা মুফতি সুহাইল আহমাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ সুলতান রাজন, ৫নং যশোদল ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ফজলুল হক সাদির, ২নং ওয়ার্ডের মেম্বার মাজারুল ইসলাম, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল ইসলাম দিলুসহ আরো অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও: মুফতী আমিনুল ইসলাম হামিদী।
আয়োজনে বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন। আলোচনা ও দোয়ার পর অতিথিবৃন্দ মাদ্রাসার উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply