নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের
নধার এবং হোসেনপুর থানার রহিমপুর এলাকা থেকে জুয়া খেলার নগদ
ত্রিশ হাজার সাতশত টাকা এবং তিন বান্ডিল তাস’সহ পনের জুয়ারীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় জুয়া খেলা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল ইউনিয়নের নধার এবং হোসেনপুর
থানাধীন শাহেদল ইউনিয়নের রহিমপুর এলাকায় কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। পরে র্যাবের গোয়েন্দা নজরদারীতে তথ্যের সত্যতা পাওয়ায় ২৭ ডিসেম্বর অনুমান রাত ০০.৫০ ঘটিকা হতে
০২.১০ ঘটিকা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল ইউনিয়নের নধার এবং হোসেনপুর থানাধীন শাহেদল ইউনিয়নের রহিমপুর এলাকায় কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার নগদ ত্রিশ হাজার সাতশত টাকা এবং তিন বান্ডিল তাস’সহ পনের জুয়ারীকে আটক করে।
আটককৃত আসামীরা হচ্ছে – ১। মোঃ হারুন (২২), পিতা-মোঃ বিল্লাল, সাং-জিনারাইল, ইউপি-চৌদ্দশত ২। মোঃ সুজন মিয়া (২৯), পিতা-দুলাল মিয়া ৩। মোঃ শামীম মিয়া (২৫), পিতা-চন্দু মিয়া ৪। আসাদুজ্জামান(৩০), পিতা-মোঃ নুরুল হক ৫। মোঃ আল- আমিন (২৪), পিতা-মৃত মুক্তার হোসেন ৬। মোঃ রিমন (২৫), মৃত আব্দুল মন্নান ৭। আবু সাঈদ@
শাহীন (২২), পিতা-মৃত আব্দুল খালেক, সর্ব সাং-স্বল্প যশোদল নধার, ইউপি- যশোদল ৮। মোঃ শরিফ মিয়া(২১), পিতা-মোঃ রুকন মিয়া, সাং-কাওয়ালিকান্দা, ইউপি-সুখিয়া ৯। মোঃ ফরহাদ মিয়া(২৪), পিতা-দুলাল মিয়া, সাং- কাওয়ালিকান্দা, ইউপি-সুখিয়া ১০। মোঃ আল-আমিন(২৯), পিতা-মৃত মানিক মিয়া, সাং- কাওয়ালিকান্দা, ইউপি-সুখিয়া, সর্ব থানা-পাকুন্দিয়া ১১। মোঃ ওয়াহিদ মিয়া(৪৫), পিতা-মৃত আব্দুল খালেক মিয়া, সাং-গহরনগর, ইউপি-শাহেদল ১২। আজিজুল হক(৬০),
পিতা-মৃত ইসহাক, সাং-গহর, ইউপি-শাহেদল ১৩। মোঃ মমিন মিয়া(৩৯), পিতা-মৃত আব্দুল
মান্নান, সাং-রহিমপুর, ইউপি-শাহেদল ১৪। মোঃ আলামিন মিয়া (২৩), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-রহিমপুর, ইউপি-শাহেদল ১৫। মোঃ হোসেন মিয়া(২৪), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-রহিমপুর, ইউপি-শাহেদল, সর্ব থানা-হোসেনপুর।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানাযায়, তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানা এবং হোসেনপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
Leave a Reply