নিজস্ব প্রতিনিধি :কিশোরগঞ্জে হৃদয় গং এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোদল ইউনিয়ন ছাত্রলীগ ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)
দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন যশোদল ইউপির সাবেক(২নং ওয়ার্ড) সদস্য মোঃ দেলোয়ার হোসেন দিলু, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান রানা, ছাত্রলীগ নেতা আজহারুল হক তমাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষখোর কামরুল এলাকায় তার সন্ত্রাসী
বাহিনী দ্বারা এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। কামরুল শহীদ সৈয়দ নজরুল
ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আউট সোর্সিং এ কর্মরত। এ প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতির সাথেও সরাসরি জড়িত।
এসব দুর্নীতি ও অনিয়মে ছাত্রলীগ নেতা হৃদয় প্রতিবাদ করায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মিথ্যা মামলা দায়ের করে কামরুল ইসলাম।
মিথ্যা মামলার প্রতিবাদ জানাতে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
উল্লেখ্য যে, গত ২৩ ডিসেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় চাঁদাবাজী ও মারধরের
অভিযোগে হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
Leave a Reply