আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ দীন চক্ষু হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত দীন চক্ষু হাসপাতালে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রমিক নং ,পদের নাম, পদের সংখ্যা ,
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নে উল্লেখিত :

(১)রিসিপশনিস্ট / ফ্রন্ট ডেক্স অফিসার( মহিলা) ১জন ঃ স্নাতক পাশ অথবা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এইচ.এস.সি পাশ । সুন্দর বাচন ভঙ্গি থাকতে হবে।

(২)ক্যাম্প অগার্নাইজার( পুরুষ ) ২ জন ঃ স্নাতক পাশ অথবা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এইচ.এস.সি পাশ। বেইজ হসপিটালের আওতায় চক্ষু শিবির আয়োজন করতে হবে।

(৩) ক্যাম্প অগার্নাইজার(ভিশন সেন্টার)( পুরুষ ) ২ জন ঃ স্নাতক পাশ অথবা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এইচ.এস.সি পাশ । ভিশন সেন্টার সমূহের আওতায় চক্ষু শিবির আয়োজনে কাজ করতে হবে।

(৪)কাউন্সিলর ( মহিলা ) ২জন ঃ এইচ.এস.সি পাশ অথবা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

সকল পদে উপযুক্ত প্রার্থীদের কে আকর্ষনীয় বেতন প্রদান করা হবে।

শর্তাবলী ঃ

১. বয়স অনুর্ধ ৩৫ বছর হতে হবে।

২. বেতন, অভিজ্ঞতা ও দক্ষতার বিবেচনায় আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে ।

৩. যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে ব্যবস্থাপনা পরিচালক, দীন চক্ষু হাসপাতাল, রাশিদ প্লাজা (২য় তলা) গাইটাল,পুকুরপাড়, কিশোরগঞ্জ এর বরাবর আগামী ৩১ ডিসেম্বর , ২০২০ ইং তারিখ অফিস
সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় সরাসরি / অথবা ই-মেইলে আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো। খামের উপর পদের নাম অবশ্যই লিখতে হবে।

৪. আবেদন পত্রের সাথে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত,জাতীয় পরিচয় পত্রের ফটো কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদ পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

৫. ২ ও ৩ নং পদের প্রার্থীদের মোটর সাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

৬. ৩ ও ৪ নং পদের প্রার্থীদের অত্র হাসপাতালের বিভিন্ন সাব সেন্টার সমূহের আওতায় চক্ষু শিবির আয়োজনে কাজ করতে হবে।

৭. কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দশার্নো ব্যাতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৮. বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা / সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এজন্য কোন প্রকার ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ঃ
ম্যানেজার ( প্রশাসন ও মানবসম্পদ),
দীন চক্ষু হাসপাতাল, রাশিদ প্লাজা (২য় তলা) গাইটাল, পুকুরপাড়, কিশোরগঞ্জ – ২৩০০।
অথবা ই-মেইল করুন ঃ deeneyehospital20@gmail.com

প্রচারে নিয়োগ কমিটি
দীন চক্ষু হাসপাতাল
গাইটাল পুকুরপাড়, কিশোরগঞ্জ।
ফোন ঃ ০১৭৫৫ – ৩২৮৪৯৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category