নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর ভাটিরাজ্যের অধিপতি মসনদ-ই-আলা ঈশা খাঁনের চৌদ্দতম অধস্তন পুরুষ দেওয়ান আমিন দাদ খানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২০ডিসেম্বর) আমিন দাদ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে করিমগঞ্জের কাদির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়িতে কুলখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । মিলাদ মাহফিলে কিশোরগঞ্জ
জেলা প্রশাসক কাযার্লয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোঃ মহসীন মিয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সার্ভেয়ার মোঃ লোকমান হোসেন, কিশোরগঞ্জ
আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খান, ঈশা খানের পনেরতম অধস্তন পুরুষ দেওয়ান আনোয়ার দাদ খান, দেওয়ান মামুন দাদ খাঁন, সাবেক ইউপি সদস্য শহিদুল্লাহ মলাই, শিক্ষক
দেওয়ান বায়জিদ দাদ খাঁন প্রমুখ। দোয়া পরিচালনা করেন ঈশা খানের স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ী জামে মসজিদের ইমাম।
প্রসঙ্গত ২০১৩ সালের ২০ ডিসেম্বর শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দেওয়ান আমিন দাদ খান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। ওই দিন বাদ জুমা ঈশা খাঁনের স্মুতি বিজড়িত ঐতিহাসিক
জঙ্গলবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply