নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের বিন্নাটি এলাকা হতে ১ (এক)
কেজি গাঁজা এবং ১(এক) টি মোবাইল সেট’সহ ১(এক) মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান কালের দর্পণকে জানান-
র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ বিন্নাটি এলাকায় বিক্রয় করে আসছে।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর বিকাল অনুমান ৪:৫০ টায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ
ক্যাম্প এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদরের দড়ি বিন্নাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ হিমেল মিয়া(২৩) কে এক কেজি গাঁজা এবং একটি মোবাইল সেট’সহ আটক করে।
মাদক ব্যবসায়ী মোঃ হিমেল মিয়া উক্ত এলাকার মোঃ শাহজাহান মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানাযায়, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply