নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে জেলা প্রশাসনের বিশেষ ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ২ কোচিং সেন্টার কে সিলগালা’সহ জরিমানা করা হয়।
১৮ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং ভিন্ন ভিন্ন ধারায় জরিমানা করা হয়।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সরকারি নির্দেশনা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অবৈধভাবে চালু রাখা শহরের বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টারগুলোতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শহরের কনফিডেন্স কোচিং সেন্টার ও সাইন্স রেডিয়েন্ট প্রোগ্রামকে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সর্বমোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং কোচিং সেন্টার দুটি সিলগালা করা হয়। এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল এবং শফিকুল ইসলাম। এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া রাস্তায় চলাচল ও ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালনা করার অপরাধে ৭ জনকে দন্ডবিধি, ১৮৬০ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর নির্দিষ্ট ধারায় ৭,৬০০ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে পরিচালনায় সহায়তা করেন কিশোরগঞ্জ পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply