আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ সদরে র‍্যাবের অভিযানে নগদ টাকা ও তাস সহ ৯ জুয়ারী আটক

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সদরের কামালিয়ারচর এলাকা থেকে জুয়া খেলার নগদ ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা এবং ৪(চার) বান্ডিলতাস’সহ ০৯(নয়) জন জুয়ারীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র‍্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় জুয়া খেলা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‍্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কামালিয়ার চরস্থ আনিচের ফিসারির উত্তর পাশের্ব মৃত আঙ্গুর আলীর ধান ক্ষেতের ভিতর কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারীতে তথ্যের সত্যতা পাওয়া যায়। এপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর দিবাগত রাতে অর্থাৎ ১৭ ডিসেম্বর অনুমান রাত ০০.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কামালিয়ার চরস্থ আনিচের ফিসারির উত্তর পাশের্ব মৃত আঙ্গুর আলীর ধান ক্ষেতের ভিতর হতে ১। মতিন(৪০), পিতা-আব্দুল মান্নান, সাং-সুলতানপুর, ইউপি-চৌদ্দশত, থানা ও জেলা-কিশোরগঞ্জ ২। মোঃ শফিকুল (৩০),
পিতা-মৃত নূরুল ইসলাম, সাং-কামালিয়ার চর ৩। মোঃ নূর ইসলাম(৩২), পিতা-সোহরাব
উদ্দিন, সাং-কুট্টাঘড় ৪। আবু বাক্কার সিদ্দিক স্বপন(৩৮), পিতা-মৃত শফিরউদ্দিন, সাং-
কামালিয়ারচর ৫। মোঃ আমিনুল ইসলাম (২২), পিতা-মৃত আবু বাক্কার সিদ্দিক, সাং-
কামালিয়ারচর ৬। তরিকুল (১৯), পিতা-মৃত হেলাল মিয়া, সাং-দনাইল ৭। শামীম (৩০), পিতা- আব্দুর রহিম, সাং-কামালিয়ার চর ৮। মোঃ বাদল মিয়া(৩৫), পিতা-মৃত ইসরাইল, সাং- কামালিয়ারচর ৯। আবুল কালাম (৫০), পিতা-মৃত ইব্রাহিম, সাং-দনাইল, সর্ব ইউপি-
বিন্নাটি, থানা ও জেলা-কিশোরগঞ্জ-দের র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর
একটি আভিযানিক দল জুয়া খেলার নগদ ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা এবং ০৪(চার) বান্ডিল তাসথসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় তারা দীর্ঘদিন
যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category