আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ট্রেনেকাটা পড়ে খালা-ভাগ্নি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রেল লাইনের ওপরে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে খালা ও তার বোনের মেয়ের (ভাগ্নি) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেল সড়কের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন আছিনূর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আছিনূর। এতে গুরুতর আহত হয় নূপুর।
পরে স্থানীয়রা নূপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যার দিকে তারও মৃত্যু হয় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category