নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জুয়েলার্স সমিতি(বাজুস) কিশোরগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে অতিথি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠঅনে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি গাজী জামাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ এর সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল হাসান। এতে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু, নাসিবের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলা উদ্দিন মাষ্টার, কিশোরগঞ্জ ক্যাব সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মস্তোফা কামাল, কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, মোঃ কামরুল ইসলাম টিটু, মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়ালী উল্লাহ জুবায়ের, কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির যুগ্ন আহবায়ক ওসমান গণি, কিশোরগঞ্জ ইট প্রস্ততুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ¦ হাফেজ মোঃ খালেকুজ্জামান, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকবাল আহাম্মদ চৌধুরী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান মাসুদ, সমিতির সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সদস্যদের কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কাইলার্ক ব্যান্ডের পরিচালক প্রশান্ত। এ সময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলগণসহ সকল সদস্যবৃন্দ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply