আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : কুষ্ঠিয়ায় পাঁচ রাস্তা মোড়ে রাতের আঁধারে নির্মানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার
প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ধমার্ন্ধ ও স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা জেলা কমান্ড।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার
বাসির উদ্দিন ফারুকীসহ বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা কমান্ডার, ডেপুটি কমান্ডার ও মুক্তিযোদ্ধারা বক্তৃতা করেন।
বক্তারা বলেন, একাত্তরে ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা
জীবনবাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছিলেন। আজকে স্বাধীনতার ৪৯ বছর পর
স্বাধীনতাবিরোধীী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মতো স্পর্ধা দেখাচ্ছে। তারা বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক ও অভিন্ন বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের রাষ্ট্রদ্রেুাহিতার দায়ে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধন কিশোরগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা
অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category