আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌহালী উপজেলা  বিএনপির আহ্বায়ক  ‘পকেট’ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সদ্য ঘোষিত চৌহালী  উপজেলা  বিএনপির আহ্বায়ক  পকেট কমিটি গঠনের অভিযোগ তুলে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন  যুবদলের  আহ্বায়ক কমিটির আহ্বায়ক   সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল হোসেন । গত বুধবার  বেলা ৩ টায় চৌহালী   উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরি  ব্রিজের    সামনে  এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নব্য যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ক্বারী ময়নুল হোসেন  বলেন, আমি এই মনগড়া পকেট কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ২০০০  সাল থেকে ২০২০  সাল পর্যন্ত চৌহালী উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম। এবং ২০১৮ ইং  সালের ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম   ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন  সে নির্বাচনে আমার যথেষ্ট ভূমিকা ছিল। ওই নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে সাবেক বিএনপির  উপজেলা চেয়ারম্যান  মোছা: মাহফুজা খাতুন    ও জাহাঙ্গীর আলম  আ’লীগ প্রাথী নৌকার পক্ষে কাজ করেন । তার কারনে নৌকা প্রতীকের প্রাথী মমিন মন্ডল জয়ী হয় ৷বিএনপির প্রাথী হেরে যায় ৷
ক্বারী ময়নুল হক  বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা মিথ্যা মামলার আসামি হয়েছি। রাজনীতি করতে গিয়ে আমি আর্থিকভাবে মারত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমি ও আমার পরিবার মানবেতর জীবনযাপন করছি। ভেবেছিলাম এত ত্যাগ স্বীকার করার কারণে দল আমাকে মূল্যায়ন করবেন। এবং বিএনপির ত্যাগী নেতা রিয়াজুল ইসলাম রবিউল মন্ডল কে  বিএনপির কমিটিতে যোগ্যতা অনুযায়ী রাখা হয়নি ৷ আমাকে কোনো একটি পদে রাখা হবে বলে দীর্ঘদিন থেকে আশায় ছিলাম। কিন্তু গত ১৫ মে সদ্য ঘোষিত উপজেলা  বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। সেখানে বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদানকৃত ও মুলপদে বহিস্কৃত নেতাসহ   ৮-১০ নেতাকর্মীকে ওই কমিটিতে বিভিন্ন পদে রাখা হয়েছে। এবং যারা দুঃসময়ে বিএনপির মাঠপর্যায়ে কোনো ভূমিকাই রাখেননি তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। তিনি অবিলম্বে তথাকথিত কমিটি বাতিল করে তাকে নিয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়া মুক্তি পরিষদের চৌহালী উপজেলার  আহ্বায়ক  রিয়াজুল ইসলাম রবিউল মন্ডল , উপজেলা যুবদলের আহবায়ক ক্বারী ময়নুল হোসেন , তাতীদলের সভাপতি  আলমাছ হোসেন , যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আরমান হোসেন হাবিব সহ বিএনপির শত শত কর্মী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category