সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে পিতা পুত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়সূত্রে জানাযায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের অধীনস্থ চরকোনা বাড়ি সিকদার পাড়া গ্রামের মৃত আহেছ সিকদারের ছেলে সেরাজ সিকদার (৪০) ও তার ছেলে সাইদী সিকদার (১৮) একটি মটর সাইকেল করে বান্ধুনী বাড়ি বাজার থেকে বাড়ির ফিরছিল। পথের মধ্যে যমুনা নদীর শাখা পাড় হলে দূর্বত্তরা তাদের কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজ শিকদার ও তার ছেলে খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply