আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নো-মাস্ক নো-সার্ভিস বাস্তবায়নে ও করোনা মোকাবেলায় কিশোরগঞ্জে ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : এই মুহুর্তের ভ্যাকসিন – মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন স্লোগানে, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলার সকল ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় শহরের একরামপুর পুরাতন বাস স্ট্যান্ডে নো-মাস্ক নো-সার্ভিস বাস্তবায়নে ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুস্তাফিজুর রহমান।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ মজিবুর রহমান বেলালের সভাপতিত্বে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ওসমান গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ খালেকুজ্জামান, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু তাহের মিয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ জুবায়ের, দোকান মালিক সমিতির যুগ্ন আহবায়ক মোঃ বোরহান উদ্দিন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ হানিফ খান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাঃ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খুজিস্তা বেগম জোনাকি, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সেলিনা ইয়াসমিন কাকলি, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু, একরামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আহাদ মানিক সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম শামীম, পুরান থানা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: লায়েক আলী, পুলেরঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ খায়রুল আলম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, সিনিয়র সাংবাদিক এমএ নাসিম খান প্রমুখ।

কিশোরগঞ্জে আসন্ন শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করণ এবং নো-মাস্ক নো-সার্ভিস বাস্তবায়নে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যতদিন পর্যন্ত কোভিড-১৯ এর ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন আমাদের জীবন বাঁচাতে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারে যথেষ্ট সচেতন থাকতে হবে। সেইসাথে সকল ব্যবসা প্রতিষ্ঠানে সকল ক্রেতা-বিক্রেতা মাস্ক ব্যবহারের প্রতি শতভাগ ভূমিকা পালন করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আগত ব্যবসায়ী নেতৃবৃন্দ, পথচারী চালক ও সর্বসাধারণের মাঝে শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category