নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকা হতে এক টি দেশীয় বন্দুক’সহ এক অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদে জানতে পারে যে, করিমগঞ্জ পৌরসভাস্থ নয়াকান্দি এলাকায় কতিপয় অস্ত্রধারী ব্যক্তি দিনে-দুপুরে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছে।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত এলাকায় গোপনে র্যাবের গোয়েন্দা নজরদারী চালিয়ে ৬ ডিসেম্বর রবিবার ৫.১০টায় র্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল এক টি দেশী বন্দুক’সহ নয়াকান্দি এলাকা হতে অস্ত্রধারী এমদাদুল হক কাইয়ূম(৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে।
অস্ত্রধারী এমদাদুল হক কাইয়ূম করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর দেওপুর গ্রামের
আবুবক্কর সিদ্দিকেরর পুত্র।
গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধের জেরে
এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে। এবয তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একাধিক
মামলা রয়েছে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply